লক্ষ্মীপুরে আ.লীগের হরতালবিরোধী মিছিল
জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে লক্ষ্মীপুর শহরে মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিছিলটি শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরনবী চৌধুরী, রুহুল আমিন মাস্টার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মনিরুল করিম, আওয়ামী লীগ নেতা শাহজাহান কামাল, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, মো. নুরনবী, খসরু নোমান রতন, গোলজার আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদে গত শনিবার রাতে হরতালের ঘোষণা দেয় জামায়াত। দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে ওই হরতালের ঘোষণা দেন। বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে ‘পরিকল্পিতভাবে’ হত্যা করা হয়েছে উল্লেখ করে এ ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।