চান্দিনায় বাসচাপায় স্কুলশিক্ষক নিহত
কুমিল্লার চান্দিনায় বাসচাপায় রাজীব আহমেদ (৩৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজীব আহমেদ চান্দিনা উপজেলার কুটুম্বপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মবিনের ছেলে। তিনি কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষক ছিলেন।
স্থানীয় লোকজন জানান, গতকাল রোববার বিকেলে বিদ্যালয় ছুটি শেষে রাজীব আহমেদ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, ‘ঘটনার পরপর বাসটি পালিয়ে যায়। আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে এনেছি।’
এদিকে মা-বাবার একমাত্র ছেলে দুই সন্তানের জনক রাজীবের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।