বৈশাখে মাতল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
নিঃশেষ হোক সাম্প্রদায়িক সাপের ফণা, বৈশাখ আনুক নতুন জীবনের উদ্দীপনা—এই স্লোগান সামনে ধারণ করে নেচে-গেয়ে বাংলা বর্ষ ১৪২২-কে বরণ করে নিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পয়লা বৈশাখ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কদমতলী এলাকা থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে টিএসসিতে ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন উপাচার্য।
মঙ্গল শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে সব শিক্ষক-শিক্ষার্থীর জন্য পান্তা-ইলিশ খাওয়ার আয়োজন করা হয়।
অন্যদিকে সকালে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রা বের করে পয়লা বৈশাখকে বরণ করে নেন।