পিরোজপুরে দুই পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি
পিরোজপুর শহরের কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে একটি চিঠি পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়। এর আগে গতকাল রোববার শহরের পালপাড়া দূর্গা- কালী মন্দিরের পুরোহিতকেও এ ধরনের হুমকি দেওয়া হয়।
কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সলিল মুখার্জি জানান, আজ সকালে মন্দিরের রাজমিস্ত্রি মনোরঞ্জন কাজ করার সময় মন্দিরের সিঁড়ির ওপর একটি চিঠি দেখতে পান। চিঠিতে পিরোজপুরের সব মন্দিরের পুরোহিত, হিন্দু সংগঠনের নেতা, হিন্দু ধর্মাবলম্বী চাকরিজীবী ও সাধারণ নাগরিকদের হত্যার হুমকি দেওয়া হয়। পুলিশ র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ হামলা ও মৃত্যু ঠেকাতে পারবে না।
চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাটি মন্দির কমিটি ও পুলিশকে অবহিত করেন বলে জানান সলিল মুখার্জি।
এর আগে গতকাল সকালেও পিরোজপুর পালপাড়া কালী মন্দিরের পুরোহিত রুহিত দাস পাল একই ধরনের লেখা সংবলিত একটি হুমকির চিঠি পান।
পালপাড়া দুর্গা- কালী মন্দিরের সভাপতি নরেন্দ্রনাথ রায় জানান, পুরোহিত রুহিত দাস পাল রাতে মন্দিরে ঢুকলে একটি চিঠি পড়ে থাকতে দেখেন। তিনি পড়ে দেখেন চিঠিতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি মন্দির কমিটিকে জানানো পরে আজ সকালে নরেন্দ্রনাথ রায় বিষয়টি জেলা প্রশাসককে জানান।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, বিষয়টি আগে থেকেই তাদের নজরদারিতে ছিল। খবর পাওয়ার সাথে সাথে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই মুহূর্তে পুরোহিতদের নিরাপত্তা জোরদার করা ছাড়াও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।