সিরাজগঞ্জের জননেতা মির্জা মোরাদুজ্জামানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য, সিরাজগঞ্জ-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি মির্জা মোরাদুজ্জামানের ২১তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে নানা আয়োজনে পালিত হয়।
এ উপলক্ষে মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদ সিরাজগঞ্জ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। আজ সোমবার সকাল ৮টায় মালশাপাড়া কবরস্থানে কোরআনখানি, কবর জিয়ারত ও বাদ আসর মরহুমের ধানবান্ধির বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের আহ্বায়ক অধ্যাপক রহমতুল্লাহ আয়ুবের সভাপতিত্বে স্মৃতিচারণমূলক আলোচনায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান লেবু, সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউল করিম, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, মরহুমের বড় ছেলে জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও তারেক পরিষদ রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফজলার রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, সাবেক কাউন্সিলর শাহীন পারভেজ।
এদিকে সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে মির্জা মোরাদুজ্জামানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান লেবুর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ দাস, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা কৃষকদলের আহ্বায়ক সাইদুল ইসলাম আলো, মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের আহ্বায়ক অধ্যাপক রহমতুল্লাহ আয়ুব, মরহুমের ছেলে মির্জা মোস্তফা জামান, শহর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহরিয়ার শিপু প্রমুখ।
সিরাজগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিক মির্জা মোরাদুজ্জামান বায়ান্নর ভাষা আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। তৎকালীন ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন থেকে ১৯৫৭ সালে মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন তিনি। সিরাজগঞ্জ মহকুমা ন্যাপের সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিড়ি-শ্রমিকদের সংগঠন ও রিকশা-টমটম গাড়ি শ্রমিকদের সংগঠিত করে দুটি সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।