চাটমোহর উপজেলা চেয়ারম্যানকে বরখাস্ত
পাবনার চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির স্থানীয় সরকার ও সমবায়বিষয়ক সম্পাদক এইচ ইসলাম হীরাকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বুধবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র যুগ্ম সচিব স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তায় এই তথ্য জানানো হয় বলে জানান চাটমোহরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
চাটমোহর উপজেলা চেয়ারম্যান এইচ ইসলাম হীরা দাবি করেন, দ্রুত বিচার আইনের নিষ্পত্তিকৃত একটি মামলার অজুহাতে তাঁকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন।
হীরা অভিযোগ করেন, ‘২০১৩ সালের ৮ মে তিনিসহ ২৫ বিএনপি নেতাকর্মীর নামে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করে। মামলাটি ২০১৪ সালের ১৪ অক্টোবর নিষ্পত্তি হয়। মামলায় সবাইকে অব্যাহতি দেওয়া হয়। এই মামলার অজুহাতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়, যা হাস্যকর।
এদিকে উপজেলা চেয়ারম্যানকে পদ থেকে অপসারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ এবং সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা। তাঁরা অবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবি জানান।