সাতদিনের মধ্যে রাস্তা দখলমুক্ত করা হবে : সেতুমন্ত্রী
ঈদুল আজহায় সমর যানজটমুক্ত রাখতে আগামী সাতদিনের মধ্যে রাস্তার ওপর থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার দুপুরে চাঁদপুরে মতলব সেতুর নির্মাণকাজ দেখতে এসে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাস্তা দখলমুক্ত রাখতে এরই মধ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ বহু জায়গায় সড়ক ও জনপথের জায়গা বেদখল হয়ে আছে। এ অবৈধ দখলমুক্ত না করতে পারলে সড়ক যানজটমুক্ত রাখা যাবে না। আশা করছি, এবারের ঈদুল আজহা যানজটমুক্ত উদযাপন করা যাবে। এ বছর থেকে পশুর হাট রাস্তার পাশে বসবে না।
আগামী ঈদের সময় রাস্তাগুলো সচল রাখার কথা উল্লেখ করে সেতুমন্ত্রী আরো বলেন, ‘ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে ঘুরে দেখছি। কিছু কিছু রাস্তার সমস্যা আছে। সে ক্ষেত্রে কিছু গাফিলতি আছে। মন্ত্রী এলেই চুলা জ্বলবে আর মন্ত্রী চলে গেলে চুলা নিভে যাবে।’
‘আমি সে কাজ চাই না। আমি সেই ইঞ্জিনিয়ার দেখতে চাই, যে প্রবল বর্ষণের মাঝে মাথায় ছাতা নিয়ে কাজ পরিদর্শন করছেন। এমন লোক আছে। কমিটমেন্ট নিয়ে কাজ না করলে সমস্যার সমাধান হবে না’, যোগ করেন সেতুমন্ত্রী।