‘ভারতে গণপিটুনিতে’ বাংলাদেশি নিহত
ভারতীয়দের গণপিটুনিতে নুর ইসলাম (৫১) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবিকে পাঠানো এক চিঠিতে এই দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার রাতে সীমান্তবর্তী ভারতের সোনাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
কুমিল্লা-১০ বিজিবির বিবির বাজার বিওপির কমান্ডার সুবেদার মাহবুব মিয়া এনটিভি অনলাইনকে জানান, আজ রোববার সকালে বিএসএফ কুমিল্লা-১০ বিজিবিকে একটি চিঠি পাঠায়। তাতে উল্লেখ আছে, নুর ইসলাম নামের এক বাংলাদেশি ভারতের সোনাপুর গ্রামে চুরি করার জন্য প্রবেশ করলে স্থানীয় জনগণের পিটুনিতে তাঁর মৃত্যু হয়। মরদেহ বিএসএফের কাছে রয়েছে।
তবে কোন সীমান্ত দিয়ে নুর ইসলাম ভারতের সোনাপুর গ্রামে প্রবেশ করেছে, তা চিঠিতে উল্লেখ করা হয়নি বলেও জানান মাহবুব মিয়া।
এদিকে নিহতের পরিবার অভিযোগ করেছে, জেলার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শাহপুর সীমান্তে বিএসএফ শনিবার গভীর রাতে নুর ইসলামকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। নিহতের ছোট ভাই মাহবুবুল ইসলাম রোববার বিকেলে এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন।
বিজিবির সুবেদার মাহবুব মিয়া আরো জানান, সকালে চিঠি পাওয়ার পর দুপুর ১২টার দিকে উভয়ের দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে লাশ হস্তান্তরের আহ্বান জানানো হয়। আজ বিকেল পাঁচটায় কুমিল্লা কটকবাজার সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁর লাশ ফেরত দেওয়া হয়েছে।