পাবনার অধ্যাপক নূরুন্নবীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
পাবনার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ নূরুন্নবীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৪ আগস্ট বৃহস্পতিবার। গত বছরের এই দিনে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার পরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকসহ প্রশাসনের লোকজন তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক নুরুন্নবী পাবনা বইমেলা উদযাপন পরিষদের সভাপতি, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, পাবনা জেলা শাখার সভাপতি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি ছিলেন। এ ছাড়া পাবনার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। সুবক্তা হিসেবে তাঁর সুখ্যাতি ছিল। তিনি ছিলেন পাবনার সর্বস্তরের মানুষের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন। জেলার শিক্ষাবিস্তারে সদালাপী এই মানুষটির ছিল ঐকান্তিক ভূমিকা।
অধ্যাপক নূরুন্নবীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাতে সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ শিবজিত নাগের উদ্যোগে পাবনা প্রেসক্লাবে আলোচনা সভা এবং পরিবারের পক্ষ থেকে শুক্রবার বাদ জুমা পাবনার আরিফপুর কবরস্থানে দোয়া মাহফিল, বাদ আসর পাবনার চাপাবিবির মসজিদে পৃথক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের বড় ছেলে মাহমুদ উন নবী কল্লোল অধ্যাপক নূরুন্নবীর বন্ধুবান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ওই দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।