সাংবাদিক আবদুল হক ছিলেন অনুকরণীয় চরিত্র
দৈনিক ইনকিলাবের ফেনী আঞ্চলিক কার্যালয়ের সাবেক প্রধান সাংবাদিক আবদুল হক ছিলেন একজন সহজ, সরল ও সদালাপি মানুষ। সাংবাদিকতা পেশার প্রতি দায়বদ্ধতা থেকেই তৃণমূল থেকে সংবাদ তুলে ধরতে তিনি ছিলেন আন্তরিক। নিয়মানুবর্তিতায় তিনি ছিলেন অনুকরণীয় চরিত্র।
সাংবাদিক আবদুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আজ শুক্রবার সকালে ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিন।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক শাহ জালাল রতন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হাবিবুর রহমান খান, যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, বাংলাভিশন প্রতিনিধি ও ফেনী প্রেসক্লাব একাংশের সভাপতি রফিকুল ইসলাম, পাক্ষিক মসিমেলা সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, একাত্তর টিভির প্রতিনিধি জহিরুল হক মিলু, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি জহিরুল হক মিলন, ফেনীর সময়ের প্রধান প্রতিবেদক এম এ জাফর, ইনকিলাবের ছাগলনাইয়া প্রতিনিধি নিজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন প্রয়াত সাংবাদিক আবদুল হকের ছেলে ও ইনকিলাবের ফেনী প্রতিনিধি ওমর ফারুক।
এর আগে সাংবাদিক আবদুল হকের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ফেনী কোর্ট মসজিদের খতিব মাওলানা মীর হোসেন।
অনুষ্ঠানে ফেনীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।