নেত্রকোনায় মাদ্রাসাছাত্র নিখোঁজ
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের ডেমুড়া গ্রামের মাদ্রাসাছাত্র মো. জাকারিয়া খান পাঠান (১৬) দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। গত ২৫ জুলাই নিখোঁজ হয় সে।
জাকারিয়া উপজেলার ডেমুড়া গ্রামের ইব্রাহিম খান পাঠানের ছেলে। সে জেলার জেলার মোহনগঞ্জে অবস্থিত সাওতুল কোরআন ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসার ছাত্র।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৫ জুলাই বিকেল ৪টার দিকে নিজ বাড়ি ডেমুড়া গ্রাম থেকে মোহনগঞ্জ মাদ্রাসার উদ্দেশে রওনা হয় জাকারিয়া। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ ও আত্মীয়স্বজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও জাকারিয়ার খোঁজ পায়নি।
গতকাল শনিবার এ বিষয়ে বারহাট্টা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জানতে চাইলে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, জাকারিয়াকে উদ্ধারে বিভিন্ন স্থানে মেসেজ (খুদেবার্তা) পাঠানো হয়েছে।