গাইবান্ধায় ড্যাবের ত্রাণ বিতরণ
বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গাইবান্ধা জেলায় বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছে।
গতকাল রোববার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
গাইবান্ধা জেলার সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, দুলছড়ির কাতলামাড়ি, গাইবান্ধা সদর উপজেলার কামারজানি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় মাঠ ও সুন্দরগঞ্জ উপজেলায় মোট ১০টি স্থানে দুই হাজার বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, ডা. খন্দকার জিয়াউল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, মাহমুদুন নবী টুটুল, ডা. শামসুজ্জোহা, ডা. শামীউল আলম সুহান, ডাঃ আসাদুজ্জামান, ওয়াজেদ আলী, খন্দকার সেকান্দর মাস্টারসহ অনেকে উপস্থিত ছিলেন।