কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেপ্তার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিনটি মোবাইল ফোনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে লাহিনীপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, রাতে তাঁরা অস্ত্র বিক্রির জন্য ওই গ্রামে অবস্থান করছিলেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাফর ইকবাল (২৬) ও শহীদুল ইসলাম (২১)। তাঁদের বাড়ি কুমারখালীর উত্তর কয়া ও কয়া গ্রামে।
র্যাব জানিয়েছে, রাত ১১টার দিকে জাফর ও শহীদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। এরপর আলামতসহ তাঁদের কুমারখালী থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কুষ্টিয়া র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, গ্রেপ্তার হওয়া জাফর নিষিদ্ধঘোষিত গণমুক্তিফৌজের বিল্লাল বাহিনীর সদস্য। এর আগে বিল্লাল বন্দুকযুদ্ধে নিহত হন। জাফরের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া গ্রেপ্তার হওয়া দুজনই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।