ঠাকুরগাঁওয়ে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ১৪ দল। মঙ্গলবার বেলা ১১টায় শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম টুলু, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথসহ বক্তারা বলেন, ‘আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মাঠে নেমেছি। এ দেশ থেকে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করে ছাড়বই।’
মানববন্ধনে জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও ১৪ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।