জলমহালের আধিপত্য নিয়ে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
পাবনা সদর উপজেলার চরভবানীপুর গ্রামে জলমহালের আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আজিজুল বেপারি (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আজিজুল বেপারি উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামের ইজিবর বেপারির ছেলে এবং হেমায়েতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, চরভবানীপুর গ্রামে একটি জলমহালে মাছ চাষ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের শহিদ বিশ্বাস ও হাবিবুর বিশ্বাসের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।
সম্প্রতি জলমহালটির ইজারা পান হাবিবুর বিশ্বাসের সমর্থকরা। এতে ক্ষিপ্ত হয় শহিদ বিশ্বাসের সমর্থকরা। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১১ জন আহত হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
স্থানীয়রা জানান, আহতদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজিজুল বেপারিকে মৃত ঘোষণা করেন।
তবে পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু এনটিভি অনলাইনকে বলেন, বিষয়টি স্থানীয় সমস্যা নিয়ে। এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই।