ছিটমহল নিয়ে মমতার সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে : ভূমিমন্ত্রী
বাংলাদেশ ও ভারতের ছিটমহল নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। গত সোমবার কলকাতায় মুখ্যমন্ত্রীর সাথে এক সৌজন্য সাক্ষাতে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়-সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন ভূমিমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফকে আশ্বস্ত করে বলেন, ‘দীর্ঘদিন ঝুলে থাকা ছিটমহল বিনিময় সমস্যার সমাধানে দুই দেশের পক্ষ থেকে বাস্তব পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুব দ্রুত এ জটিলতার নিরসন করা হবে।’
আজ শনিবার ভূমিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
বিবরণীতে জানানো হয়, সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সফরে এসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আতিথেয়তা পেয়েছেন তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি বাংলা ভাষাকে জাতিসংঘের স্থায়ী ভাষা করার উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশের এ উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ সমর্থন রয়েছে বলে ভূমিমন্ত্রীকে আশ্বস্ত করেছেন।
সাক্ষাৎ শেষে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ কলকাতার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি, সন্ত্রাসবাদ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছেন। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সীমান্তে অনেকেই সন্ত্রাস ঘটানোর চেষ্টা করছে, বাংলাদেশ সরকার তা দমনে উদ্যোগ নিয়েছে।
ভূমিমন্ত্রী আরো বলেন, ব্লগার অভিজিৎ রায়ের খুনিরা অবশ্যই ধরা পড়বে, শাস্তি পাবে। এ সময় ভূমিমন্ত্রী সন্ত্রাস দমনে ভারত সরকারের আন্তরিকতার প্রশংসা করেন।