কুষ্টিয়ায় শ্যালো মেশিনের মোটর বিস্ফোরণ, বাবা-ছেলের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে একটি শ্যালো মেশিনের মোটর বিস্ফোরণে বাবা-ছেলে নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মশাউড়া মাঠে এ দুর্ঘটনা ঘটে।
দৌলতপুর থানার মথুরাপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম জানান, রাতে মশাউড়া গ্রামের কৃষক নিয়ত মালিথা ওরফে হেকমত আলী (৫০) ও তাঁর ছেলে সোহান (৯) মাঠে নিজ জমির শ্যালো মেশিন ঘরে পাহারা দিতে যায়। এ সময় তাঁরা ঘরের ভেতর থেকে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। তখন বিদ্যুৎ ছিল না। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ এলে শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে মেশিনের মোটর বিস্ফোরিত হয়। এতে ঘুমন্ত বাবা ও ছেলের মৃত্যু হয়। আগুনে শ্যালো মেশিনের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শ্যালো মেশিনের মোটর বিস্ফোরিত হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়।