ডাকাত সন্দেহে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা
ডাকাত সন্দেহে কুমিল্লার চান্দিনা উপজেলায় বাবুল মিয়া (৩৫) নামে এক বাকপ্রতিবন্ধীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের বামুনিখোলা গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল মিয়ার বাড়ি চান্দিনার বাড়েরা ইউনিয়নের চিলোড়া গ্রামে।
নিহতের বড় ভাই আলী আযম ও ভাইঝি আমেনা এনটিভি অনলাইনকে জানান, ‘বাবুল মিয়া একজন বাকপ্রতিবন্ধী এবং সহজ-সরল লোক। গতকাল বিকেলে এক আত্মীয়ের বাড়িতে তিনি চালের ড্রাম নিয়ে যান। কিন্তু বাড়ি ফেরার পথে তিনি পথ হারিয়ে অন্যদিকে চলে যাওয়ায় এ ঘটনা ঘটে।’
নিজ গ্রাম চিলোড়ার বাবুলকে সবাই সহজ-সরল লোক বলে চেনে বলে তাঁরা জানান।
মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম এনটিভি অনলাইনকে জানান, ‘আমি কুমিল্লায় ছিলাম, আমি যেহেতু দেখি নাই তাই আমি ডাকাত সন্দেহে বলতে পারি না, তদন্ত করে বলতে পারব।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল নিজামী এনটিভি অনলাইনকে জানান, ‘বাবুল মিয়াকে ডাকাত সন্দেহে হত্যা করা হয়েছে, আমরা ঘটনাস্থলে ডাকাতির কোনো আলামত পাইনি। নিহতের পরিবার মামলা করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’