দর্জি নিখিল হত্যায় ‘নব্য জেএমবি’ সদস্যের স্বীকারোক্তি
টাঙ্গাইলের গোপালপুরে দর্জি নিখিল চন্দ্র হত্যা মামলায় মোসলেম উদ্দিন ওরফে সোহেল (২২) নামের এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আজ রোববার তিনি জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার হওয়া মোসলেম উদ্দিনের বাড়ি গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামে। গতকাল শনিবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মোসলেমকে গ্রেপ্তার করে। তিনি নব্য জেএমবির সক্রিয় সদস্য বলে দাবি করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, গত ৩০ এপ্রিল গোপালপুর উপজেলার ডুবাইল বাজারে দর্জি নিখিল চন্দ্রকে কুপিয়ে হত্যা করা হয়। তিন যুবক মোটরসাইকেলে করে নিখিলকে হত্যা করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশ থেকে দুটি চাপাতি ও চারটি দেশীয় হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পর গোপালপুর থানায় একটি হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করা হয়। এর আগে এ মামলায় গ্রেপ্তার হওয়া আরো তিন আসামি জেলহাজতে রয়েছেন।