মানিকগঞ্জে শিশু জুয়েল হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের জুয়েল মণ্ডল (৭) হত্যামামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়জুল কবির এই রায় দেন।
কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার দুধঘাটা গ্রামের রুবেল হোসেন ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের আতোয়ার বেপারী। বেকসুর খালাস পেয়েছেন মামলার পলাতক আসামি দক্ষিণ জামশা গ্রামের আসলাম হোসেন।
সংশ্লিষ্ট আইনজীবী ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ৬ ডিসেম্বর রুবেল ও আতোয়ার দক্ষিণ জামশা গ্রামের হোসেন মণ্ডলের ছেলে জুয়েলকে ঘুঘু পাখির বাচ্চা দেখানোর কথা বলে পাশে কালীগঙ্গা নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে জুয়েলকে শ্বাসরোধে হত্যা করে তার গলা থেকে সোনার চেইন ও হাতের আংটি লুট করে। তারা মৃত্যু নিশ্চিত করতে জুয়েলের শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের ছ্যাকা দেয়।
এ ঘটনার পরের দিন সিংগাইর থানায় হত্যা মামলা করা হয়। ওই দিন রাতেই পুলিশ রুবেল ও আতোয়ারকে গ্রেপ্তার করে। অপর আসামি আসলাম হোসেন পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০০৬ সালের ১৮ জুলাই আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এরপর আদালত ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে ওই সাজা দেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মথুর নাথ সরকার ও আসামিপক্ষে এ কে এম কায়সার মামলা পরিচালনা করেন।