মানিকগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা, আটক ৪
মানিকগঞ্জে আজ বৃহস্পতিবার হরতাল-অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়। পরে বিএনপির নেতা-কর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ শেষে সমাবেশ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর ১টার দিকে বিএনপির নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে যায়। সেখানে ব্যানার নিয়ে হরতাল-অবরোধের সমর্থনে শহরের শহীদ রফিক সড়কে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কিছুদূর যাওয়ার পর পুলিশ বাধা দিয়ে ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের বাধায় মিছিলটি পণ্ড হয়। পরে বিএনপির নেতা-কর্মীরা হেঁটে আইনজীবী ভবন চত্বর এলাকায় গিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে আইনজীবী ভবনের গেটে সমাবেশ করেন নেতা-কর্মীরা।
সমাবেশে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট মোখছেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, যুবদল নেতা এস এম ইকবাল হোসেন, অ্যাডভোকেট আজাদ হোসেন প্রমুখ।
এদিকে হরতালে মানিকগঞ্জে তেমন কোনো প্রভাব পড়েনি। শহরের দোকানপাট নিয়মিত খুলেছে। শহরের রাস্তায় রিকশা, অটোবাইকসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। তবে হালকা যানবাহন চলাচল করছে।
এদিকে পুলিশের বিশেষ অভিযানে মানিকগঞ্জের বিভিন্ন স্থান থেকে নাশকতায় ঘটানোর সন্দেহে বিএনপির চারজন কর্মী-সমর্থককে আটক করা হয়েছে। এরা হলেন সদর উপজেলার মতিউর রহমান ও রিয়াদ, সিংগাইরের সুজন মোল্লা এবং হরিরামপুরের রুহুল আমিন দেওয়ান।