কুমিল্লায় চার ছিনতাইকারী আটক
কুমিল্লা নগরীর ইপিজেড রোডে ছিনতাইকারী দলের চার সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানায়, ছিনতাইকারী দলের চক্রটি টমছম ব্রিজ থেকে মেডিকেল কলেজ রোডে প্রতিনিয়ত অভিনব কায়দায় ছিনতাই করে আসছিল। বেশ কিছুদিন ধরে সক্রিয় এই ছিনতাইকারী চক্রে এক মহিলাসহ মোট চারজন সদস্য রয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা ইপিজেডের সামনে থেকে একটি অটো রিকশায় যাত্রী বেশে উঠে তারা। পরে আরো কয়েকজন যাত্রী উঠার পর নিরিবিলি জায়গায় অটো থামিয়ে বাকি যাত্রীদের কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোনসেট ছিনতাই করার চেষ্টা করে।
এ সময় যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। জনতার হাতে ধরা পড়ার পর গণপিটুনি দিয়ে চার ছিনতাইকারীকে পুলিশে হস্তান্তর করা হয়।
পুলিশের হাতে আটককৃতরা হলো জামাল হোসেন (৩৫), রোমন (১৯), রোজিনা আক্তার (২০) ও রফিকুল (২০)। এরা সবাই নগরীর ঢুলিপাড়া এলাকার বাসিন্দা।