এসএফ ফাউন্ডেশনের চেয়ারপারসনের মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যাপক ও গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের সাবেক উপাধ্যক্ষ মরহুম আব্দুস সাহিদের সহধর্মিণী এসএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাতেমা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার মরহুমার প্রতিষ্ঠিত এসএফ ফাউন্ডেশনের উদ্যোগে কবর জিয়ারত ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ ছাড়াও মরহুমার পরিবারের পক্ষ থেকে তাঁর কালাই শ্রীপাড়ায় এসএফ গার্ডেনে দোয়া ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
২০১৪ সালের ১০ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা বেগম ইন্তেকাল করেন। তিনি নবীনগর উপজেলার জালশুকা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের স্বাস্থ্য বিভাগের পরিচালক মরহুম আবদুর রউফ এবং তাঁর বড় ভাই তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মো. আব্দুর রহমান। তিনি এনটিভির স্টাফ করেসপনডেন্ট শিহাব উদ্দিন বিপুর মা।