এমপি রানা জেলে, আনন্দমিছিল ঘাটাইলে
আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহামেদ হত্যা মামলার পলাতক আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে জেলহাজতে পাঠানোর পর তাঁর নির্বাচনী এলাকা ঘাটাইলে আনন্দমিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ।
আজ রোববার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আনন্দমিছিল ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি স্থানীয় পারুল প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
সেখানে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ ও আব্দুর রহিম মিয়া, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, অ্যাডভোকেট শাহান শাহ সিদ্দিকী, আবু সাইদ রুবেল প্রমুখ।
বক্তারা, মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, ফারুক হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর আজ সকালে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সংসদ সদস্য আমানুর। পরে বিচারক আবুল মনসুর মিয়া জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।