বজ্রপাতে একই পরিবারের তিনজন নিহত
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বজ্রপাতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন—উপজেলার মাগুনতিনগর গ্রামের আদিবাসী পল্লীর বাসিন্দা নিখিল হাজং (৩৫) এবং তাঁর দুই ছেলে জজ সিং সাং (১০) ও লোটন সিং সাং (৮)।
আহত ব্যক্তির নাম জনতা সিং সাং। তাঁকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওই চারজন ঘরেই ঘুমিয়েছিলেন। ভোরে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁরা হতাহত হন।