তারেক রহমানকে গ্রেপ্তারের তাগিদ আদালতের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে করা মানহানি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেপ্তার করতে তাগিদ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালত ২-এর বিচারক মো. খালেদ হাসান ওই মামলায় তারেক রহমানকে গ্রেপ্তার করতে পুলিশকে তাগিদ দেন।
এ মামলার বাদী রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা। গত বছরের ২৪ ডিসেম্বর তিনি মামলাটি করেন। মামলাটি পরিচালনা করেন আসলাম সরকার।
আইনজীবী জানান, এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। আজ আদালত তারেক রহমানকে গ্রেপ্তার করতে পুলিশকে আবারও তাগিদ দিয়েছেন। আগামী ২৫ মে মামলার পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে।
মামলার বাদী মিজানুর রহমান রানা বলেন, গত বছরের ১৫ ডিসেম্বর রাতে যুক্তরাজ্যের লন্ডনে বিজয় দিবসের এক আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ এবং ‘লালসালু’ বলে আখ্যায়িত করেন। এ ছাড়া মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পরিবারের ভূমিকা নেই বলেও মন্তব্য করেন। এ পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।