টাঙ্গাইলের সেই বাড়ির মালিক আটক
টাঙ্গাইলের পৌর এলাকার কাগমারার মির্জাবাড়ির মাঠের কাছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) যে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়েছে, সেই বাড়িটির মালিক মোহাম্মদ আজাহার উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি আজাহার মাস্টার নামেই স্থানীয়দের কাছে পরিচিত।
আজ শনিবারে সকালে র্যাবের ওই অভিযানে সেখানে দুই ‘জঙ্গি’ নিহত হয়।
অভিযান শেষে বিকেলে বাড়ির মালিক আজাহার মাস্টারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে র্যাবের কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
বিকেলে বাসার মালিক আজাহার উদ্দিন সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রথমে তিনজন ছাত্র বাসা ভাড়া নেয়। এ সময় তাদের কাছে পরিচয়পত্র চাইলে দু-একদিনের মধ্যেই দেওয়ার কথা বলে ওই ছাত্ররা। আজ এ ঘটনার পর তিনি জানতে পারেন ওই ভাড়াটিয়ারা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।