বান্দরবানে ইউপিডিএফের সেক্রেটারিসহ দুজন গুলিবিদ্ধ
বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ইউনাইটেড প্রগ্রেসিভ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জেলা সেক্রেটারি বিক্রম তঞ্চঙ্গ্যাসহ দুজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের বালাঘাটা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীরা বিক্রম তঞ্চঙ্গ্যার ওপর পাঁচটি গুলি করে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে নাছির উদ্দিন (২৬) নামের স্থানীয় এক যুবকও গুলিবিদ্ধ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
আহত বিক্রম তঞ্চঙ্গ্যা জানান, স্থানীয় যুবক এ্যাথেং তঞ্চঙ্গ্যা ও রাজু তঞ্চঙ্গ্যা মোবাইল ফোন করে তাঁকে বালাঘাটায় কালামন্দির এলাকায় নিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে গুলিবর্ষণ শুরু হয়। তবে অন্ধকারের মধ্যে কারা গুলি ছুড়েছে তিনি চিনতে পারেননি। কিন্তু ঘটনার সঙ্গে জনসংহতি সমিতির (জেএসএস) সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে।
তবে জেএসএস নেতারা হামলার বিষয়টি অস্বীকার করেছেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, বালাঘাটায় সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় এক যুবকসহ ইউপিডিএফ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তবে কারা ঘটনাটি ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।