জাবি শিক্ষককে মারধর, পুলিশ সার্জেন্ট বরখাস্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারধরের ঘটনায় অবশেষে পুলিশের এক সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত উপকমিশনার জাহাঙ্গীর আলম সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, সার্জেন্ট ইমরানকে সাময়িক বরখাস্ত এবং ডিএমপি নিয়ন্ত্রণ কক্ষে প্রত্যাহার করা হয়েছে।
urgentPhoto
এ ছাড়া শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি করা হয়েছে ট্রাফিক পুলিশের উপকমিশনার কুদ্দুস আমিনের নেতৃত্বে। অন্য কমিটির প্রধান করা হয়েছে উত্তরা অপরাধ বিভাগের উপকমিশনার ইকবাল হোসেনকে।
গতকাল শনিবার রাত ১০টার দিকে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে পুলিশ সার্জেন্ট ইমরান শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে।