‘পুলিশের কলিজা অনেক বড় হয়ে গেছে’
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাবেক সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সমিতির সদস্যরা।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধন থেকে হামলাকারী পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, ‘পুলিশের কলিজা অনেক বড় হয়ে গেছে। যাকে তাকে ধরে মারধর করছে। সাংবাদিক, শিক্ষক এমনকি সাধারণ মানুষও তাদের আক্রমণের হাত থেকে রক্ষা পাচ্ছে না। তাদের এরূপ আচরণ সরকারের ভাবমূর্তিকে নষ্ট করে দিচ্ছে।’ এ ধরনের অসৎ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের কাছে আহ্বান জানান তিনি।
ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, ‘যে পুলিশ সার্জেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রাকিব আহমেদের ওপর হামলা চালিয়েছেন আজকের মধ্যে আমরা সেই পুলিশ সদস্যকে অপসারণ করে আইনের আওতায় আনতে জোর দাবি জানাচ্ছি। তাকে আইনের আওতায় না আনলে ঢাবি শিক্ষক সমিতি ও সাংবাদিক সমিতি ভালো করেই জানে তাঁকে কীভাবে শায়েস্তা করতে হয়।’
মানববন্ধনে ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানাউল হক সানির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাকসুদ কামাল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আক্তার সুলতানা আহমেদ।
ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ জড়িত পুলিশ কর্মকর্তার শাস্তির দাবি জানিয়ে পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বলেন, কোনো ব্যবস্থা না নিলে ঢাবি শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
গতকাল শনিবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে পুলিশ সার্জেন্ট ইমরান শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এই অভিযোগে ওই সার্জেন্টকে আজ সাময়িক বরখাস্ত করে ডিএমপি নিয়ন্ত্রণ কক্ষে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।