বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ১২ জন আটক
বান্দরবান জেলা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাধারণ সম্পাদক বিক্রম তঞ্চঙ্গ্যাসহ দুজনকে গুলি করার ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ঘটনার পর থেকে আজ রোববার সন্ধ্যা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে তাঁদের আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ রোববার সন্ধ্যা পর্যন্ত জেলা সদরের কুহালং, রাজবিলা, নোয়াপতং ইউনিয়নসহ আশপাশের এলাকায় সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। এঁরা হলেন সুফল চাকমা, লুথোয়াই মং মার্মা, পুশৈসিং মার্মা, এটেন তঞ্চঙ্গ্যা, বাবুল তঞ্চঙ্গ্যা ও রাংগোলা তঞ্চঙ্গ্যা, আতুসে মার্মা, মনুপ্রু মার্মা, ক্যসাই মার্মা, মংসাথোয়াই মার্মা ও নুথোয়াইমং মার্মা।
এদিকে ইউপিডিএফের পক্ষ থেকে জেলা সভাপতি ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা শনিবার রাতে সদর থানায় ২৫ জনের নামে মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাস্থল বালাঘাটা বাজারসহ আশপাশের এলাকায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
কুহালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সানুপ্রু মারমা ও রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যসিংশৈ মারমা বলেন, ঘটনার সঙ্গে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক। কিন্তু এখন ওই ঘটনায় আটকের নামে সাধারণ জনগণকে পুলিশ হয়রানি করছে বলে তাঁরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় ইউপিডিএফের সভাপতি ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা জেএসএস জড়িত বলে দাবি করছেন।
জেলা জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি উচমং মারমা বলেন, ‘আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। সামনে পিসিপির (পাহাড়ি ছাত্র পরিষদ) কেন্দ্রীয় প্রতিষ্ঠাবার্ষিকী বান্দরবানে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফল করতে না দেওয়ার উদ্দেশ্যে ইউপিডিএফ নেতারা নিজেরাই এই ঘটনা সাজাতে পারে। জেএসএস এ ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নয়।’
বান্দরবান সদর উপজেলার বালাঘাটায় গত শনিবার সন্ধ্যায় ইউপিডিএফের জেলা সাধারণ সম্পাদক বিক্রম তঞ্চঙ্গ্যাকে লক্ষ্য করে পাঁচটি গুলি করে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের গুলিতে নাছির উদ্দিন (২৬) নামের স্থানীয় এক যুবকও গুলিবিদ্ধ হয়।