জাবি শিক্ষককে লাঞ্ছনাকারী পুলিশের চাকরিচ্যুতির দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছনাকারী পুলিশ সার্জেন্ট শেখ ইমরান আহমেদেকে চাকরি থেকে আজীবনের জন্য বহিষ্কার করার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে বাংলা বিভাগের অধ্যাপক আবু দায়েন হামলাকারী পুলিশ সার্জেন্টকে সন্ত্রাসী আখ্যায়িত করে অবিলম্বে তাঁকে চাকরি থেকে আজীবনের জন্য বহিষ্কার করার দাবি জানান। এ সময় শিক্ষকরা পুলিশ প্রশাসনকে তাঁর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তা না হলে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিুও দেন।
গত শনিবার রাতে ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকায় বিশ্ববিদ্যালয় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে মারধর করেন পুলিশ সার্জেন্ট ইমরান ও তাঁর সহকারীরা।