পরশু লাবণীর বিয়ে
পাবনার বেড়া পৌর এলাকার মেয়ে লাবণী। পড়াশোনা করছে চতুর্থ শ্রেণিতে। সেই লাবণীর গায়ে হলুদ কাল বৃহস্পতিবার। বিয়ে শুক্রবার।
বরের নাম সাদ্দাম হোসেন। পেশায় ট্রাকচালক। যৌতুক বাবদ তাঁকে দিতে হবে ৩০ হাজার টাকা ও একটি সোনার চেইন। বর ও কনের পরিবারের চলছে কেনাকাটাসহ নানা পর্বের কাজ ও উৎসব।
বেড়া পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, ‘মেয়েটির এখনো বিয়ের বয়স হয়নি। এত ছোট বয়সে বিয়ে হলে মেয়েটি অকালেই ঝরে যাবে। আমরা নিষেধ করার পরেও লাবণীর পরিবার মানছে না।’
এ ব্যাপারে লাবণীর বাবা জয়নাল বলেন, ‘আমরা মূর্খ গরিব মানুষ, বিয়ের সম্বন্ধ পাইছি। তাই মাইয়ার বিয়্যায় রাজি অইছি।’
বনগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী ভুট্টো এনটিভি অনলাইনকে বলেন, ‘এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।’
বেড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুত্তালিব হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘বাল্যবিবাহ আইনগত দণ্ডনীয় অপরাধ।’
বেড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক এনটিভি অনলাইনকে বলেন, ‘খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেব।’