খাগড়াছড়িতে সাবেক সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা
খাগড়াছড়ির জেলা সদরের ধর্মঘর এলাকায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্টকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সতীন্দ্র লাল ত্রিপুরা (৫৫) ওই এলাকারই বাসিন্দা। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের ছেলে রনিক ত্রিপুরা এনটিভি অনলাইনকে জানান, বাসা থেকে বের হওয়ার ১৫ মিনিট পরই কাছের একটি ছড়ার পাড়ে অজ্ঞাত বন্দুকধারী সতীন্দ্রকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভূঁইয়া জানান, খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। তাঁর ঘাড়ে গুলি লাগে।সতীন্দ্রের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
নিহতদের বোন মতিরানী ত্রিপুরা বলেন, ‘সম্প্রীতি সেনাসদস্যরা স্থানীয় এক সন্ত্রাসীকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে মোবাইলে আমাকে আর আমার ভাইকে হত্যার হুমকি দিচ্ছিল।’