রামগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমির ওপর গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা আজ শনিবার উচ্ছেদ করেছে প্রশাসন। এতে দখলদারদের কবল থেকে সাত বছর পর রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পাশের প্রায় ২০ কোটি টাকার জমি উদ্ধার হয়েছে।
এর আগে শুক্রবার রাতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের সোনাপুর চৌরাস্তা পর্যন্ত সড়কের দুই পাশে প্রভাবশালী লোকজন সওজের জমি দখল করে নিয়েছে। তারা এ জমিতে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছে। এর মধ্যে কয়েকটি বহুতল দালানও রয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক ওই অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেয়। এ লক্ষ্যে দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার মাইকিংও করা হয়। আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি উপস্থিত ছিলেন।
রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুবুল আলম বলেন, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ওই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছিল। পরে সরকারি ওই জমি আবারও বেদখল হয়। আজকের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।