নাটোরে কৃষককে পিটিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধের জের ধরে নাটোরের বড়াইগ্রামে আবু সাঈদ (৩০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় বাসিন্দা আবু সাঈদের বড় ভাই আবদুস সামাদের সঙ্গে তাঁদের চাচাতো ভাই জয়নাল আবেদীনের জমি রেজিস্ট্রির খরচ নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ সকাল ১০টার দিকে জয়নাল কিছু লোকজনসহ আবদুস সামাদ ও তাঁর স্ত্রী রেজিয়া বেগমের ওপর হামলা চালায়। খবর পেয়ে তাঁর ভাই আবু সাঈদ সেখানে গেলে, ঘটনাস্থলেই তাকে পিটিয়ে হত্যা করে হামলাকারীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আহত আবদুস সামাদ ও তাঁর স্ত্রী রেজিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।