ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে তুলে ছিনতাই
মুন্সীগঞ্জ শহরতলীর সিপাহীপাড়া এলাকা থেকে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিচয়ে এক বাবা ও তাঁর ছেলেকে মাইক্রোবাসে তুলে নিয়ে ছিনতাই করা হয়েছে। দুর্বৃত্তরা ১০ লাখ ৯০ হাজার টাকা ও প্রায় ৬০ হাজার টাকা দামের একটি স্মার্টফোন লুট করেছে।
ছিনতাইয়ের শিকার জাকির হোসেন (৩৪) এনটিভি অনলাইনকে জানান, আজ রোববার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ইসলামী ব্যাংক থেকে তিনি ও তাঁর বাবা পারিবারিক কাজে ১০ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেন। এরপর তাঁর বাবা মনির হোসেন ও তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সিরাজদিখানের কংশপুরা নিজ বাড়ির উদ্দেশে যাত্রা করেন। অটোরিকশাটি সিপাহীপাড়া এলাকায় এলে সাদা রঙের একটি নোহা মাইক্রোবাস তাঁদের গতিরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে অবৈধ মালামাল আছে বলে তল্লাশি করে। এরপর তাদের মারধর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবং কালো কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলে। পরে টাকা ছিনিয়ে নেওয়ার সময় তাঁদের অনেক মারধর করে। এতে নীলা-ফুলা জখম হয়ে গেছে। তারা ব্যাংক থেকে তোলা সব টাকাসহ ৬০ হাজার টাকা দামের একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।
জাকির হোসেন আরো জানান, টাকা নেওয়ার পর ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকার পেট্রোল পাম্পের সামনে তাঁদের নামিয়ে দেয়। পরে এক পথচারীর সহায়তা বেলা সাড়ে ৩টার দিকে তাঁর বাবাকে ইছাপুরা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। তাঁর বাবার অবস্থা গুরুতর বলে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসক।
ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই প্রসঙ্গে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াদ্দৌস হাসান জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। তবে খোঁজ নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।