কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
কুষ্টিয়ার দৌলতপুর থেকে অস্ত্র ও গুলিসহ স্বপন মণ্ডল (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন র্যাব-১২-এর সদস্যরা। গতকাল রোববার রাত ৮টার দিকে ফারাকপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় স্বপনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, একটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব। র্যাবের দাবি, গ্রেপ্তার স্বপন অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্বপনকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। পরে স্বপনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দিয়ে উদ্ধার আলামতসহ দৌলতপুর থানায় পাঠানো হয়।
দৌলতপুর থানার পুলিশ আজ সোমবার সকালে স্বপনকে আদালতে পাঠিয়েছে বলেও জানিয়েছেন মেজর মোসাদ্দেক ইবনে মুজিব।