পুলিশকে কুপিয়ে পালিয়েছে আসামি
গাইবান্ধার সাদুল্যাপুর থানার উপ পরিদর্শক (এসআই) পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হাতকড়াসহ পালিয়েছে ওয়ারেন্টভূক্ত দুই আসামি। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাদারহাট গ্রামে আসামি ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোজাম্মেল হক নামের থানার ওই এসআইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। পালিয়ে যাওয়া আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।’
এ ব্যাপারে হাসপাতালে চিকিৎসাধীন পুলিশের এসআই মোজাম্মেল হক বলেন, ‘মাদারহাট গ্রামে ওয়ারেছ মণ্ডলের ছেলে হিরু মণ্ডল সম্প্রতি জমি সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের বাসিন্দা হাছেন আলী ও তার ছেলে লাইচের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলার ওয়ারেন্ট হওয়ায় আসামিদের বাড়িতে সন্ধ্যার পর অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে আটক করা হয়।’
‘আটকের পর হাছেনকে হাতকড়া পড়ানো হলে তাঁর ছেলে লাইচ হাতের কাছে একটি দা পেয়ে আমার ডান হাতে আঘাত করে পালিয়ে যায়।’ এসময় আসামীদের পালিয়ে যেতে বাড়িতে থাকা কয়েকজন মহিলা সাহায্য করে বলেও জানান আহত এসআই মোজাম্মেল হক।