দেশে রাজনৈতিক পরিবেশ নেই : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে রাজনৈতিক পরিবেশ নেই। সংবাদপত্রের স্বাধীনতা নেই। বাংলাদেশের মৌলিক স্বাধীনতা হরণ করা হয়েছে। যারা স্বাধীনতা, মতপ্রকাশ করছে, তাদের বিনা বিচারে ক্রসফায়ার করে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে।’
আজ বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা যুবদলের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপির এই নেতা বলেন, ‘দেশে শ্বাসরুদ্ধকর অন্ধকার পরিবেশ। এই যে আমাদের সমস্ত চেতনাকে বিলুপ্ত করার যে পরিবেশ এবং অপচেষ্টা, সেখান থেকে আমাদের দেশকে জাতিকে বের করে আনতে হবে। ঐতিহাসিকভাবে সেই দায়িত্ব পড়েছে জাতীয়তাবাদী দলের ওপর।’ তিনি বলেন, ‘যুবদলের একটা অতীত ইতিহাস রয়েছে, যে ইতিহাস গণতন্ত্রকে ছিনিয়ে আনার ইতিহাস, সত্যকে সত্য বলার ইতিহাস। যুবদলই পারবে সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। সেই শক্তি, সেই মনোবল জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি সদস্যকে অর্জন করতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমাদের মা, বোনদের জীবনের কোনো নিরাপত্তা নেই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
এ দেশে সব সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘এ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তাদের সমালোচনা ও অন্যায় তুলে ধরা যাবে না।’
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক চৌধুরী মুহা. মহেবুল্লাহ আবু নূরের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্ট্রা, সহসভাপতি ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সহসভাপতি পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব হোসেন তুহিন।
এর আগে শহরে যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে আয়োজিত জেলা যুবদলের ত্রিবার্ষিক সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।