সাংবাদিক গৌতম দাসের ১১তম মৃত্যুবার্ষিকী আজ
দৈনিক সমকালের ফরিদপুর অফিসের তৎকালীন ব্যুরোপ্রধান গৌতম দাসের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর।
দিবসটি উপলক্ষে সমকাল সুহৃদ সমাবেশ ও ফরিদপুর প্রেসক্লাব গৌতম দাসের স্মরণে আলোচনা সভা ও তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে। সকালে নিজ বাড়ি ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাবেন সমকাল সুহৃদসহ স্থানীয় সাংবাদিকরা। সকাল সাড়ে ৯টায় ফরিদপুর প্রেসক্লাবে গৌতম দাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এর পর ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গৌতমের স্মৃতিচারণ করবেন সাংবাদিক নেতারা।
২০০৫ সালের ১৭ নভেম্বর সমকালের ফরিদপুর ব্যুরো অফিসে ঢুকে চিহ্নিত সন্ত্রাসীরা নির্মমভাবে সাংবাদিক গৌতম দাসকে হত্যা করে। পরে সমকালের তৎকালীন ফরিদপুর প্রতিনিধি হাসানউজ্জামান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে ২০১৪ সালের ২৭ জুন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলার নয় আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।