খুলনায় ভাষানীর মৃত্যুবার্ষিকী পালিত
খুলনায় বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাষানীর ৪০তম মৃত্যুবাষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে মাওলানা ভাষানী স্মৃতি পরিষদের আহবায়ক এম নূরুল ইসলাম দাদুর সভাপতিত্বে বক্তব্য দেন, মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, আইনজীবী বজলুর রহমান, গাজী আব্দুল বারী ও জালাল শরীফসহ অনেকেই।