নগরকান্দায় বিএনপি নেতার ভাইয়ের কুলখানি
ফরিদপুরের নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদের বড় ভাই মরহুম মনিরুজ্জামান মিয়ার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা নগরকান্দা পৌরসভার নগরকান্দা গ্রামে নিজ বাসভবন চত্বরে এ কুলখানি অনুষ্ঠিত হয়।
মনিরুজ্জামান মিয়ার কুলখানিতে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার লোক অংশগ্রহণ নেন। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মনিরুজ্জামান মিয়া গত ৩০ অক্টোবর ফরিদপুর-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দার ভবুকদিয়ায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান।