মেহেরপুরে ‘অস্ত্রসহ’ একজন গ্রেপ্তার
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রাম থেকে গতকাল রোববার দিবাগত রাতে লিটন আলী বিশ্বাস (২৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান ও একটি গুলি উদ্ধার করা হয়।
লিটন এলাকার শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ। তাঁর বাড়ি পিরোজপুর গ্রামে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী লিটনকে আটক করে। তাঁর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন থানায় হাফ ডজন মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।