বখাটেকে এক মাসের সাজা
চুয়াডাঙ্গা দামুড়হুদায় উত্ত্যক্ত করার দায়ে জয়নাল হোসেন নামের এক বখাটেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান আজ বুধবার বিকেলে এই আদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম জয়নাল হোসেন (৩০)। তার বাড়ি দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের জয়নাল হোসেন একই গ্রামের এক কলেজছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে নানা রকম ইঙ্গিতপূর্ণ কথা বলার চেষ্টা করত। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা ভ্রাম্যমাণ আদালতের কাছে লিখিতভাবে অভিযোগ করেন।
ইউএনও ফরিদুর রহমান শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।