গাইবান্ধায় ধানক্ষেতে মাছ ব্যবসায়ীর লাশ
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় একটি ধানক্ষেত থেকে সুনীল চন্দ্র দাস নামের এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার ভোররাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের শালাইপুর গুচ্ছগ্রামের পাশের একটি ধানের জমিতে সুনীলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
সুনীল শালাইপুর গুচ্ছগ্রামের প্রয়াত শশী চন্দ্র দাসের ছেলে। তাঁর স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পরিবারের দাবি, সুনীলকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, সুনীলের হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর থানায় মামলার বিষয় প্রক্রিয়াধীন।