মেহেরপুরে হয়ে গেল নৌকাবাইচ
মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে মহিদ অ্যান্ড খামশেদ মৎস্য চাষি সম্প্রদায় এবং উইনফিড মিলের যৌথ উদ্যোগে নৌকাবাইচের উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ।
প্রতিযোগিতায় মেহেরপুরে জেলার বিভিন্ন এলাকার ১০টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিশ্বনাথপুরের আনারুল ও তাঁর দল চ্যাম্পিয়ন এবং গৌরীনগরের জামরুল ও তাঁর দল রানার্স আপ হয়।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি ছাগল এবং রানার আপ দলকে একটি ভেড়া দেওয়া হয়েছে। প্রতিযোগিতা দেখতে আশপাশের গ্রাম থেকে বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ ভিড় করে।
জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেসবাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের পত্নী স্মৃতি রানী সিনহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শুভ্রা দাস, কতুবপুর ইউপির চেয়ারম্যান শহিদুল আলম, মহিদ অ্যান্ড খামশেদ মৎস্য চাষি সম্প্রদায়ের পক্ষে মহিদ হোসেন, উইনফিড মিলের পক্ষে খামশেদ আলী প্রমুখ।