নিজ ঘরে শিক্ষিকার ঝুলন্ত লাশ, স্বামী পলাতক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আলেমাতুন শাহী নামের এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকালে গোবিন্দগঞ্জ শহরের বোয়ালিয়া মোড়ের বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আলমাতুন বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী শাহজাহান আলী পলাতক।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আলেমাতুনের সঙ্গে তাঁর স্বামীর বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। এর জেরে স্বামী শাহজাহান তাঁর দুই সন্তান নিয়ে গ্রামের বাড়ি চানপাড়ায় চলে যান।
আলেমাতুনের মা-বাবার অভিযোগ, গতকাল রাতে শাহজাহান আবারও বোয়ালিয়ার বাসায় যান। আলেমাতুনকে হত্যার পেছনে তাঁর হাত থাকতে পারে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
এদিকে স্কুলশিক্ষিকার লাশ উদ্ধারের খবর পেয়ে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বোয়ালিয়া মোড়ে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। আলেমাতুনকে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের শাস্তি চায় তারা।