বাবার দুই পা হারানো ঘটনায় আদেশ মঙ্গলবার
ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বাবার দুই পা হারানোর ঘটনায় পরবর্তী আদেশের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।
এর আগে গত ২২ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন দেখে স্বতঃপ্রণোদিত হয়ে আসামিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। সেদিন স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক, ঝিনাইদহের জেলা প্রশাসক, কালীগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়েছিল।
আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। তিনি জানান, হাইকোর্টের আদেশের পর সব আসামিকে কারাবন্দি করা হয়েছে। প্রতিবেদন দিতে দুইদিন সময় প্রয়োজন। এ জন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য ২৯ নভেম্বর দিন নির্ধারণ করে দেন।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের কৃষক শাহানূর আলমের দুই মেয়ে। তাঁদের একজনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত ১৬ অক্টোবর দুর্বৃত্তরা রড দিয়ে পিটিয়ে শাহানূরের দুটি পা ভেঙে দেয়। দুই পা হারিয়ে বর্তমানে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দুই পা কেটে ফেলতে হয়েছে।
এ ঘটনায় করা মামলার প্রধান আসামি কামাল হোসেন নলভাঙ্গা গ্রামের বাসিন্দা ও কাষ্টভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনিসহ মামলার ১৩ আসামী গত ২৩ নভেম্বর আত্মসমর্পন করলে ঝিনাইদহের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের তৃতীয় আদালতের বিচাকর তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।