দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন ধর্মঘটে একাত্ম কুষ্টিয়া
খুলনা বিভাগে গত মঙ্গলবার থেকে চলা পরিবহন ধর্মঘটের চতুর্থ দিনে একাত্মতা ঘোষণা করেছে কুষ্টিয়ার মোটর শ্রমিক ইউনিয়ন। আজ শুক্রবার সকাল ৬টা থেকে কুষ্টিয়ায়ও পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের পরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এই ধর্মঘটের ঘোষণা দিয়ে কুষ্টিয়ার মজমপুর গেট এলাকায় মাইকিং করা হয়। কিন্তু দূর-দূরান্তের অনেকেই না জেনে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য জেলা শহরের বাসস্টপে গিয়ে ভোগান্তির শিকার হন।
জানতে চাইলে কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম বলেন, ফরিদপুরের ঘটনায় আটক সোহাগ পরিবহনের চালক, চালকের সহকারীর মুক্তির দাবিতে দেওয়া সময় অতিবাহিত হয়েছে। কিন্তু এখনো তাঁদের মুক্তি দেওয়া হয়নি। ফলে আজ থেকে কুষ্টিয়া জেলার সব রুটে পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে।